জেল কোড অনুযায়ী কারাগারে খালেদা জিয়ার সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান,

লিগ্যাল ভয়েস : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুরাতন কেন্দ্রীয় কারাগারকে জাদুঘরে রূপান্তরের কারণে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হবে।
হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলেই খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে। খালেদা জিয়া রোজাও রাখছেন। কেরানীগঞ্জ কারাগারে জেল কোড অনুযায়ী তার সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে মন্ত্রী নব নির্বাচিত বিজিএমইএ সভাপতি রুবানা হক ও পরিচালকদের সাথে বৈঠক করেন।
‘খালেদা জিয়ার জীবন বিপন্ন করতেই কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হচ্ছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার জীবন বিপন্ন করতে তাকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হচ্ছে, এ অভিযোগ ঠিক নয়। তাকে জেল কোডের বাইরেও মানবিক কারণে অনেক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।’

তিনি বলেন,‘খালেদা জিয়া কারাগারে একা থাকতে পারবেন না বলেই তার চাহিদা অনুযায়ী একজনকে তার সাথে দেওয়া হয়েছে। নিরাপরাধ মেয়েটি খালেদা জিয়ার সঙ্গে জেল খাটছে।’
এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, আমাদের দেশে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, তার সব কালপিটরা ধরা পড়েছে। তাদের আদালতের কাছে সোপর্দ করা হয়েছে। এখন আদালতে তাদের বিচার হবে। তবে, এ কথাটি আমরা বলতে পারি, বর্তমান সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে।

ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের বিষয়ে বিজিএমইএ নেতাদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের আগে অনেক গার্মেন্টস মালিকরা শ্রমিকদের বেতন দিতে পারে না। প্রতি বছরই সমস্যা হয়, বিজিএমইএ সমাধান করে, এগুলো নিয়ে তারা আগামী ১৯ তারিখে আমাদের সঙ্গে কথা বলবে

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *