যুক্তরাজ্যের রামসগেটের মেয়র হলেন বাংলাদেশি রওশন আরা

কুটনৈতিক প্রতিবেদক,

লিগ্যাল ভয়েস : যুক্তরাজ্যের রামসগেটের মেয়র হলেন ভাণ্ডারিয়ার গৃহবধূ রওশন
যুক্তরাজ্যের রামসগেট শহরের মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-ব্রিটিশ রওশন আরা। ছবি: ফেসবুক।

যুক্তরাজ্যের রামসগেট শহরের মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-ব্রিটিশ রওশন আরা। মানিকগঞ্জে জন্ম নেয়া এই নারী রামসগেটে ব্যবসা করেন। তার শ্বশুরবাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়ায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, এর আগে লেবার দল থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন রওশন আরা। দীর্ঘদিন ধরে কাজ করছেন রামসগেট শহরের গৃহহারা মানুষের জন্য।

মেয়র হওয়ার অনুভূতি জানিয়ে রওশন বলেন, ‘শহরের মেয়র নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। এটা সম্মানের। আমাদের বৈচিত্রময় এ সমাজের সবার উপকারের স্বার্থে আমি কাজ করতে চাই।’ সমমনাদের ঐক্যবদ্ধ করে একজন সমাজকর্মী হিসেবে সবার জন্য কাজ করতে চান বলেও জানান তিনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *