খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন

কোর্ট রিপোর্টার,

লিগ্যাল ভয়েস ডেস্ক : উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করাসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৩০ জুন ধার্য করেছে আদালত।

আজ রবিবার মামলাটি খালেদা জিয়াকে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন গুলশান থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ জন্য ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান আগামী ৩০ জুন গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ঠিক করেন।

এ নিয়ে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য গুলশান থানা পুলিশ ৫ বার সময় নিয়েছে বলে জানান সংশ্লিষ্ট আদালতের পেশকার রাকিব চৌধুরী।

মামলার আরজিতে বলা হয়, রাজধানীর শাহবাগ থানার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ২০১৪ সালের ১৪ অক্টোবর বিকালে হিন্দু সমপ্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বেগম খালেদা জিয়া সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দেশে সামপ্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছেন। ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়া সব ধর্মের মানুষের অনুভূতিতে কঠোর আঘাত করেছেন মর্মে বাদী অভিযোগ করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *