ময়দানেই ফায়সালা হবে অস্ত্রবিরতি নয়
লিগ্যাগ ভয়েস : তালেবান গ্রুপ শিগগিরই অস্ত্রবিরতি চুক্তিতে যাচ্ছে না। দলটির নেতা আখুন্দজাদা শনিবার এমন আভাসই দিয়েছেন। তিনি বলেন, ”উত্তপ্ত রণাঙ্গনে কারো উচিত হবে না আমাদের কাছে শীতল পানি চাওয়ার।” তবে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার দরজা খোলা থাকবে বলে জানিয়েছেন তিনি। কাতারে গতমাসে যুক্তরাষ্ট্রের সাথে তালেবানের ষষ্ঠ দফা আলোচনা শেষ হয়। এরপর গ্রুপটির নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার কাছ থেকে ব্যতিক্রমী এ বার্তা আসে।
কাতারে উভয়পক্ষে আলোচনা চললেও আফগানিস্তান জুড়ে সংঘাত সহিংসতা অব্যাহতভাবে চলছে। এছাড়া আালোচনায় অগ্রগতিও হয়েছে খুব সামান্য।
আসন্ন ঈদের আগে দেয়া বার্তায় তিনি বলেন, আলাপ আলোচনার দরোজা উন্মুক্তই রাখা হয়েছে। এ মুহূর্তে তালেবানের আলোচক দল মার্কিন দলের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি রমজানের শুরুতেই দেশজুড়ে অস্ত্রবিরতির প্রস্তাব করেছিলেন। কিন্তু তালেবান গ্রুপ তা প্রত্যাখ্যান করে।
গত বছর ঈদ উপলক্ষ্যে তালেবান তিনদিনের অস্ত্রবিরতি পালন করে। এবারও তাই অনেক আফগানের আশা ছিল আবারও অস্ত্রবিরতির। কিন্তু তা প্রত্যাখ্যান করলো তালেবান।