মঞ্জুর মোহাম্মদের বদলির আদেশ ২৯ মে’র : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

লোপা রাকিব,

লিগ্যাল ভয়েস : সপদে বহাল রাখা হয়েছে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে। তথ্যটি নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

আড়ং’এ অভিযান পরিচালনাকারী মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশটি ২৯ মে তারিখের, ৩ জুনের নয়। সোমবার (৩ জুন) যখন আড়ং’এ অভিযানে থাকার সময় তিনি আদেশ হাতে পেয়েছেন। এটা ছিল নিয়মিত বদলি। এর সঙ্গে আড়ং এর কোনো সম্পর্ক নেই।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন মঙ্গলবার মেহেরপুরে তার বাসভবনে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, তিনি সরকারের একজন ভালো অফিসার। শাহারিয়ারের বদলির ঘটনায় জনগণের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ জন্য জনস্বার্থে শাহারিয়ার এর বদলির আদেশটা বাতিল করেছি এবং তাকে আমরা সপদে বহাল রেখেছি।

তিনি আরও বলেন, সরকারের উদ্যোগে ঈদের আগে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদী ভাঙ্গন প্রতিরোধ অভিযানও আমরা শুরু করেছি। প্রধানমন্ত্রী ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রয়োগের ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী বলেন, ৫২টি পণ্য মার্কেট থেকে প্রত্যাহারের হাইকোর্ট থেকে যে রায় এসেছে তা আমরা কার্যকর করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *