সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিমানবন্দরে কয়েকটি ড্রোন হামলা
আন্তজর্জাতিক ডেস্ক,
লিগ্যাল ভয়েস : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিজান প্রদেশের প্রধান বিমানবন্দরে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা এই হামলার দায় স্বীকার করেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ রোববার হুথি পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ তাদের এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
এতে বলা হয়, জিজানের বিমানবন্দর লক্ষ্য করে বেশ কিছু ড্রোন নিক্ষেপ করা হয়েছে। বিমানবন্দরের বাঙ্কার এবং স্টেশন লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ইরান সমর্থিত দেশটির বিদ্রোহী গোষ্ঠী তাদের দাবি নিশ্চিত করলেও সৌদি সরকার এ ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি। গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির আরও কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা।
গত মাসে সৌদির নাজরান বিমানবন্দরে তিনবার হামলা চালানোর দাবি করে বিদ্রোহী গোষ্ঠীটি। একই সময়ে পবিত্র নগরী মক্কা ও জেদ্দায় দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করে সৌদি প্রতিরক্ষা বাহিনী।