ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ
ঢাবি প্রতিনিধি,
লিগ্যাল ভয়েস : জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
অধ্যাপক ড. ইউশিও মাদার নেতৃত্বে ৪-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে তাঁর বাসভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন বলে ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতিনিধি দলের অন্যরা হলেন- অধ্যাপক ড. মিউকি ইউশিকাওয়া, ড. ইয়াসুশি ইয়াবুচি এবং ড. ফুকুক।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এছাড়া উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক বিনিময় নিয়েও আলোচনা করা হয়। যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন।