ব্যাগেজ রুলসে পরিবর্তন, বিদেশ থেকে স্বর্ণ আনায় সুবিধা বাড়ছে

স্টাফ রিপোর্টার,

লিগ্যাল ভয়েস ডেস্ক : ব্যাগেজ রুলসে পরিবর্তন, বিদেশ থেকে স্বর্ণ আনায় সুবিধা বাড়ছে

২০১৯-২০ বাজেটের ব্যাগেজ রুলসের শর্ত অনুযায়ী বিদেশ থেকে স্বর্ণ আনার ক্ষেত্রে সুবিধা বাড়ছে। বিদ্যমান শর্ত অনুযায়ী, অবশ্যই বিদেশ থেকে আনা সোনার বার বা স্বর্ণপিণ্ড হতে হবে। একজন যাত্রী একসঙ্গে ১২টির বেশি সোনার বার আনতে পারবেন না।

আজ বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। অসুস্থতা নিয়ে বাজেট বক্তৃতা শুরু করেন তিনি। কিন্তু অসুস্থতার মাত্রা বাড়ায় বক্তৃতার বাকি অংশ পাঠ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্তমানে প্রতি ভরি সোনা আনার ক্ষেত্রে ৩ হাজার টাকা শুল্ক দিতে হয়। আগামী অর্থবছরে এটি ভরিপ্রতি ২ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিদ্যমান অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। এতোদিন একজন যাত্রী সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার গয়না বিনা শুল্কে আনতে পারতেন। এছাড়াও শুল্ক দিয়ে সর্বোচ্চ ২৩৪ গ্রাম বা ২০ ভরি ওজনের সোনার বার আনতে পারেন। এই শর্ত অপরিবর্তিত রেখে শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *