অটো পার্কিং সিস্টেম সহ বিএমডব্লিউ
স্টাফ রিপোর্টার,
লিগ্যাল ভয়েস ডেস্ক : বেশকিছু সুরক্ষা ফিচারসহ অপেক্ষাকৃত কম দামে নতুন গাড়ি বাজারে ছেড়েছে বিএমডব্লিউ। এটিতে অটো পার্কি ফিচার রয়েছে। এ ছাড়াও, আছে ক্রুজ কন্ট্রোল। শুধু তাই নয় থাকছে, ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম। এটির মডেল ‘বিএমডব্লিউ জেড৪ রোডস্টার’।
আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, এই গাড়ি প্রথমিকভাবে ভারতের বাজারে ছাড়া হয়েছে। তবে এটি দুটি ভার্সনে পাওয়া যাবে। টপ ভ্যারিয়েন্টের কিনতে ৭৮.৯০ লাখ রুপি। তবে এই গাড়ির দাম শুরু হচ্ছে ৬৪.৯ লাখ রুপি থেকে। তবে জেড৪ এসড্রাইভ২০আই ভার্সনে থাকছে ২ লিটার চার সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৯৪ বিএইচপি শক্তি আর ৩২০ এনএম টর্ক পাওয়া যাবে। এটি মাত্র ৬.৬ সেকেন্ডে ০-১০০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে পারবে। তবে জেড৪ এম৪০আই ভেরিয়েন্টে থাকছে একটি ৩ লিটার পেট্রল ইঞ্জিন। এ ইঞ্জিনে সর্বোচ্চ ৩৩৫ বিএইচপি শক্তি ৫০০ এনএম টর্ক পাওয়া যাবে। এটি ০-১০০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে ৪.৫ সেকেন্ড সময় লাগবে।
থাকছে ৮ স্পিড স্টেপট্রনিক ট্রান্সমিশন। তবে এই কোম্পানির অন্যান্য সব গাড়ির মতোই জেড৪ রোডস্টার গাড়িতেও ৫০:৫০ ওয়েট ডিস্ট্রিবিউশন রেখেছে বিএমডব্লিউউ। এর ফলে গাড়িতে সর্বোচ্চ শক্তি পাওয়া যায়। এই গাড়ির কেবিনে থাকছে একটি ১০.৩ ইঞ্চি মাল্টিমিডিয়া ডিসপ্লে।