প্রধানমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন

গোলাম রব্বানী,

লিগ্যাল ভয়েস ডেস্ক : ২০১৯-২০ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন শুরু হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী বুধবার বিকাল তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ২০২৩-২০২৪ অর্থবছরে প্রবৃদ্ধি ১০ শতাংশ অর্জনের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। প্রস্তাবিত বাজেট সেই লক্ষ্যমাত্রার পথে বাংলাদেশকে নিয়ে যাবে।

সাধারণত বাজেট পেশের পর অর্থমন্ত্রী এ সংবাদ সম্মেলন করেন। তবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় এবার বাজেট নিয়ে প্রধানমন্ত্রী নিজেই সংবাদ সম্মেলন করছেন। তবে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থ মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছিল, শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সংবাদ সম্মেলন হবে। বাজেটের পর প্রধানমন্ত্রীর কর্মসূচি দেওয়া হলে অর্থ মন্ত্রণালয়ের থেকে তখন জানানো হয়, অর্থমন্ত্রী অসুস্থ হওয়ায় ওই সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীই করবেন।

নিয়ম অনুযায়ী সংসদে বাজেট বক্তৃতা অর্থমন্ত্রীই দেন। এ নিয়ম মেনেই গতকাল জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে অসুস্থতার কারণে পুরো বক্তব্য পড়ে শেষ করতে পারেননি তিনি। পরে তার পক্ষে সংসদে বাজেট বক্তব্য পড়ে শোনান স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বেলা ৩টায় জাতীয় সংসদের বৈঠক শুরু হয়। সংসদের কার্যসূচি অনুযায়ী, গতকাল ছিল ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেট ও ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপনের ধার্য দিন। বাজেট উপস্থাপনের আগে দেশের স্বাধীনতার ইতিহাসভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন অর্থমন্ত্রী। এরপর বেলা সাড়ে ৩টার দিকে তিনি বাজেট উপস্থাপন শুরু করেন। অসুস্থতার কারণে শুরুতেই অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল স্পিকারের কাছে কিছু সময় বসে, কিছু সময় দাঁড়িয়ে বাজেট বক্তৃতা দেয়ার অনুমতি নেন। তবে শুরু থেকেই তাকে ক্লান্ত দেখাচ্ছিল।

এ অবস্থায় অর্থমন্ত্রী প্রায় ৪০ মিনিট বক্তৃতা দেয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকারের উদ্দেশে বলেন, অর্থমন্ত্রী অসুস্থ। স্পিকার অনুমতি দিলে তিনি অর্থমন্ত্রীর পক্ষে বাজেট বক্তৃতা পড়ে দিতে চান। তখন স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী বক্তৃতা পড়ে দিতে পারেন এবং তিনি চাইলে বসেই বক্তৃতা পড়তে পারেন। পরে বিকাল ৪টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর পক্ষে বাজেট বক্তব্য পড়া শুরু করেন। এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে উৎসাহ দেন।

গতকাল বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ বাজেট চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৮ দশমিক ২২ ও মূল বাজেটের চেয়ে ১২ দশমিক ৬৮ শতাংশ বড়। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। এরমধ্যে এনবিআর সংগ্রহ করবে ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা, যা মোট বাজেটের ৬২ দশমিক ২ শতাংশ। অন্যদিকে প্রস্তাবিত বাজেটে অনুদান ছাড়া ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *