মন্ত্রীদের সাড়ে নয়টার মধ্যে অফিসে ঢোকার নির্দেশ মোদীর

আন্তর্জাতিক ডেস্ক,

লিগ্যাল ভয়েস : মন্ত্রীদের সাড়ে নয়টার মধ্যে অফিসে ঢোকার নির্দেশ মোদীর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দ্বিতীয় দফা মেয়াদের শুরুতেই মন্ত্রীদের ঠিক সময়ে অফিসে আসার উপর জোর দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সব মন্ত্রীদের সকাল ৯.৩০টার মধ্যে অফিসে ঢুকে পড়ার নির্দেশ দিয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া। দৃষ্টান্ত স্থাপন করতে বাড়ি থেকে কাজ করার অভ্যেস ত্যাগ করারও পরামর্শ দিয়েছেন মোদী।

মন্ত্রীদের অনুরোধ করেছেন সংসদে অধিবেশন চলাকালীন সময়ে বাইরে পরিদর্শনে বা বেড়াতে না-যাওয়ার। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর বুধবার প্রথম মন্ত্রিপরিষদের বৈঠক করেন মোদী। গুজরাটে নিজে মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ের দৃষ্টান্ত টেনে তিনি মন্ত্রীদের বলেছেন, সেই সময় কর্মকর্তাদের অফিসে ঢোকার সময়ে তিনিও দফতরে ঢুকে পড়তেন। এরপর সারাদিনে কী কাজ রয়েছে তা ঠিক করে দিতে তিনি সাহায্য করতেন।

সিনিয়র মন্ত্রীদের সদ্য মন্ত্রীত্বে আসা সাংসদদের সাহায্যের হাত বাড়ানোরও অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। নিয়মিত যোগাযোগ রাখতে বলেন নির্বাচিত সাংসদদের মধ্যে। সরকারের ১০০ দিনের মধ্যে সব মন্ত্রীকে পাঁচ বছরের অ্যাজেন্ডা ঠিক করে তা নিরূপণ করার কাজ শুরু করে দিতেও নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *