কূটনীতির জবাব কূটনীতি এবং যুদ্ধের জবাব যুদ্ধে: ইরান
আর্ন্তজাতিক ডেস্ক,
লিগ্যাল ভয়েস : মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার প্রতিক্রিয়ায় আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেছেন, কূটনীতির জবাব কূটনীতি দিয়ে এবং যুদ্ধের জবাব কঠোর প্রতিরক্ষার মাধ্যমে দেবে তার দেশ।
শুক্রবার সৌদি আরব সফরে গিয়ে ব্রায়ান হুক দাবি করেন, ‘কূটনীতির জবাব ‘সামরিক উপায়ে’ দেয়ার অধিকার তেহরানের নেই। বৃহস্পতিবার ভোরে আরকিউ-ফোর গ্লোবাল হক মডেলের একটি মার্কিন গোয়েন্দা বিমান ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করলে সেটিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভূপাতিত করে তেহরান।
ব্রায়ান হুক ওই ঘটনার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন।
তার এ বক্তব্যের জবাবে আব্বাস মুসাভি টুইট বার্তায় লিখেছেন, ‘হুক, আপনি কি ইরানের ওপর বছরের পর বছর ধরে চাপিয়ে দেয়া যুদ্ধ ও অর্থনৈতিক সন্ত্রাসবাদ এবং চুক্তি ও সমঝোতা লঙ্ঘনকে কূটনীতি বলে অভিহিত করতে চান?’ তিনি আরও লিখেছেন, ‘ইরানি জনগণ কূটনীতির জবাব কূটনীতি দিয়ে, সম্মানের জবাব সম্মান জানিয়ে এবং যুদ্ধের জবাব কঠোর প্রতিরক্ষার মাধ্যমে দিয়ে থাকে।’
মার্কিন ড্রোনের মাধ্যমে ইরানের আকাশসীমা লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে তেহরান বলেছে, জল, স্থল ও আকাশসীমা হচ্ছে ইরানের রেড লাইন এবং কেউ তা লঙ্ঘন করলে সমুচিত জবাব পাবে।