স্বচ্ছতার সাথে সঠিক দায়িত্ব পালন করলে সমস্যা থাকবে না : ভূমিমন্ত্রী

রানা চৌধুরী,

লিগ্যাল ভয়েস ডেস্ক : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, সবাই নিজ দায়িত্ব সঠিকভাবে ও স্বচ্ছতার সাথে পালন করলে ভূমি সেবা প্রদানে আর সমস্যা থাকবে না।
আজ মঙ্গলবার ভূমি মন্ত্রণালয় আয়োজিত ‘সরকারি স্বার্থ-সংশ্লিষ্ট সম্পত্তিতে দেওয়ানি মামলার রায়ের ভিত্তিতে রেকর্ড সংশোধনসহ সরকারি সম্পত্তি সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ’-শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে সাইফুজ্জামান চৌধুরী বলেন, আপনাদের মাঠ পর্যায়ে লব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর মাধ্যমে মানুষকে সেবা প্রদান ও দেশের উন্নয়নে অবদান রাখলে আজকের এবং আগামী প্রজন্ম ভালো থাকবে।

তিনি বলেন, আমাদের সবাইকে বুদ্ধি প্রয়োগ করে কাজ করতে হবে। দ্যার্থকতা থাকলে সহকর্মীদের সাথে পরামর্শ করতে হবে। মূল কথা মানুষকে সেবা প্রদান করতে হবে।

ভূমিমন্ত্রী বলেন, সরকারি সম্পত্তি ভুলভাবে রেকর্ড হলে তা রক্ষা করতে হবে। অন্যদিকে ব্যক্তি জমি খাস হিসেবে রেকর্ড হয়ে গেলে মানুষ যেনো ভোগান্তিতে না পরে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা এমন একটি সিস্টেম দাঁড় করানোর চেষ্টা করছি যেন, এ ধরণের ভুলভ্রান্তির জন্য কাউকে সর্বোচ্চ আদালতে যেতে না হয়।

স্থানীয়ভাবে যেন রেকর্ড মামলা নিষ্পত্তি করা যায় সে জন্য জেলা প্রশাসক, জিপি (সরকারি কৌঁসুলি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বিভাগীয় কমিশনারের প্রতিনিধির সমন্বয়ে কমিটি গঠন করতে হবে। উক্ত কমিটি প্রতিকার প্রার্থীর বক্তব্য শুনে অভিযোগ নিষ্পত্তি করবে। কমিটির আপীল কর্তৃপক্ষ হবেন সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার।

ভূমিসচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে কর্মশালায় ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল হান্নান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) আনিস মাহমুদ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *