সকল জেলা ও দায়রা জজকে সরকারি গাড়ি প্রদান করা শেষ হলো: আইনমন্ত্রী

সাইয়্যদ মো: রবিন,

লিগ্যাল ভয়েস ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আজ ৪৬ জন জেলা ও দায়রা জজ/ সমমর্যাদার বিচারককে ৪৬টি গাড়ির চাবি হস্তান্তর করে বলেছেন, অধস্তন আদালতে কর্মরত সকল জেলা ও দায়রা জজকে সরকারি গাড়ি প্রদান করা শেষ হলো। এখন পর্যায়ক্রমে সকল অতিরিক্ত জেলা ও দায়রা জজকে গাড়ি প্রদান করা হবে।

আনিসুল হক বলেন, এবার যে সব গাড়ি ক্রয় করা হয়েছে তার সবগুলো ব্রান্ড নিউ গাড়ি। গাড়িগুলো তিনি যত্ন সহকারে ব্যবহারের পরামর্শ দেন।

আজ বৃহস্পতিবার ঢাকার আব্দুল গণি রোডে নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে জেলা জজদের গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন আইনমন্ত্রী। আগামী রোববার আরও ৬২ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে গাড়ি প্রদান করা হবে। আইনমন্ত্রী  বলেন, ২০১৮-২০১৯ অর্থ বছরে ৩৮ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৩২০ টাকা ব্যয়ে ১০৯ টি সিডান কার এবং ৬টি মাইক্রোবাস ক্রয় করা হয়েছে। বলেন, এগুলোর মধ্যে জেলা ও দায়রা জজ/ সমমর্যাদার কর্মকর্তাদের জন্য ৪৬টি কার ক্রয় করা হয়েছে যার প্রতিটির মূল্য ৩৭ লাখ ৪৩ হাজার ৩৫৫ টাকা।

অতিরিক্ত জেলা ও দায়রা জজদের জন্য ৬২টি কার ক্রয় করা হয়েছে যার প্রতিটির মূল্য ২৯ লাখ ৫৯ হাজার টাকা। এছাড়া ৬৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে প্রশাসনিক আপিল ট্রাইব্যুালের জন্য একটি কার এবং ২ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ছয়টি জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জন্য ৬টি মাইক্রোবাস ক্রয় করা হয়েছে।

এ সময় আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব গোলাম সারোয়ার, যুগ্ম সচিব হাবিবুর রহমান, সলিসিটর জেসমিন আরা, নিবন্ধন অধিদপ্তরের মহা পরিদর্শক খান মো আব্দুল মান্নান সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *