খাসজমি ভূমিহীন কৃষকদের মধ্যে স্থায়ী বন্দোবস্তের কার্যক্রম চলমান রয়েছে
সংসদ প্রতিবেদক,
জাতীয় সংসদ, লিগ্যাল ভয়েস ডেস্ক : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সংসদে জানিয়েছেন, জেলা পর্যায়ে বিদ্যমান কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৭-এর মাধ্যমে সংশ্লিষ্ট জেলার ভূমিহীন কৃষকদের মধ্যে স্থায়ী বন্দোবস্তের কার্যক্রম চলমান রয়েছে।
শনিবার ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এছাড়া সরকারি দলের নারী এমপি শামসুন নাহারের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী জানান, সরকার কৃষি বর্হিভূত খাতে কৃষি জমি বন্দোবস্ত দেওয়া নিরুৎসাহিত করছে। এছাড়া সরকার কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহারে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।
ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয় কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন-২০১৯ এর খসড়া প্রণয়ন করেছে। যা শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।