দুদক কর্মকর্তাদের প্রশাসনিক ও প্রযুক্তিগত নজরদারিতে রয়েছে : দুদক চেয়ারম্যান

সাইয়্যেদ মো: রবিন,

লিগ্যাল ভয়েস ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের প্রশাসনিক ও প্রযুক্তিগত নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মঙ্গলবার (২ জুন) সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে এক জরুরি সভায় এ মন্তব্য করেন দুদক চেয়ারম্যান। সভায় সংস্থার সচিব, মহাপরিচালক, পরিচালক ও উপ-পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইকবাল মাহমুদ কর্মকর্তাদের শেষবারের মতো সতর্ক করে বলেন, কোন রকম অনৈতিক আচরণ ক্ষমা করা হবে না।

বিভিন্ন সময়ে নানাভাবে সতর্ক করা হয়েছে। এরপরও ইতিবাচক পরিবর্তন হয়নি। দায়িত্ব পালনে ত্রুটি মিললেই শাস্তি পেতে হবে।

দুদক চেয়ারম্যান বলেন, দুদক কর্মকর্তাদের নৈতিকতার মানদণ্ড হতে হবে সর্বোচ্চ। আর এ নিয়ে আপস করা হবে না। মানদণ্ড নিশ্চিত করতে প্রশাসনিক ও প্রযুক্তিগত নজরদারি বাড়ানো হয়েছে।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, কাজে কারও গাফিলতি ও দায়িত্ব পালনে শৈথিল্য দেখা গেলে সহ্য করা হবে না। প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *