আইনের শাসন, মৌলিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের এগিয়ে আসার আহবান স্পীকারের
কুটনৈতিক প্রতিবেদক,
মস্কো, লিগ্যাল ভয়েস ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বুধবার সন্ধ্যায় মস্কোয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দ্য স্টেট দুমা অব দ্য ফেডারেল এসেম্বলি অব দ্য রাশিয়ান ফেডারেশন আয়োজিত দ্য সেকেন্ড ইন্টারন্যাশনাল ফোরাম “ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম-২০১৯” শীর্ষক তিন দিনব্যাপী কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
এর আগে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ‘‘ইন্টার-পার্লামেন্টারী কো-অপারেশন: প্রিন্সিপালস, ট্রেন্ডস এন্ড ইনস্টিটিউট” শীর্ষক সেশনে বক্তৃতা করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অন্তর্ভূক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদ কাজ করে যাচ্ছে। দারিদ্রমুক্ত বাংলাদেশ তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে বর্তমান সরকার।
এসময় আইনের শাসন, মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: শামসুল হক টুকু এমপি, মো: জিল্লুল হাকিম এমপি এবং অন্যান্য দেশের অংশ গ্রহণকারীগণ উপস্থিত ছিলেন।