সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন : দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ দুদক কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, দুদক কমকর্তাদের আচার-আচরণ এবং চলন-বলন হবে এমন, যাতে তাদের মানুষ সমাজের রোল মডেল মনে করেন। এসব বিষয়ে ন্যূনতম শৈথিল্য সহ্য করা সমীচিন হবে না।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে অফিসের নিরাপত্তা, অফিস শৃঙ্খলা ও অফিসিয়ালি আচরণ শীর্ষক প্রশিক্ষণ কোর্সে দুদক চেয়ারম্যান কমিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, অনুসন্ধান ও তদন্ত একটি জটিল প্রক্রিয়া এবং কোনো কোনো ক্ষেত্র কঠোর হতে হয়। তারপরও অভিযোগ সংশ্লিষ্টদের কোনো প্রকার আইনি অধিকার ক্ষুণ্ন করা যাবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সবার দায়িত্ব।

সততা, স্বচ্ছতা এবং দক্ষতার সঙ্গে অফিস ব্যবস্থাপনাসহ সব প্রকার কার্যক্রম পরিচালনা করতে হবে। আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, নির্মোহভাবে দায়িত্ব পালন করুন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *