রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনবল বাড়ানো হবে: আইজিপি

স্টাফ রিপোর্টার,

লিগ্যাল ভয়েস ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনবল আরো বাড়ানো হবে।

মঙ্গলবার রাত ৯টার দিকে উখিয়ার ময়নারঘোনা ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সিআইসি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

আইজিপি বলেন, প্রায় ১১ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী এখানে বসবাস করছে। সে তুলনায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য অপ্রতুল। যে কারণে বিভিন্ন জেলা থেকে এনে এখানে দায়িত্ব পালন করাতে হচ্ছে। তাই রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনবল আরো বাড়ানো হবে।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ড. বেনজীর আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টার দিতে বিমান যোগে কক্সবাজার পৌঁছান এবং বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। প্রথমে কুতুপালংস্থ মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত পুলিশ ক্যাম্পে কিছুক্ষণ সময় কাটিয়ে পরে ১৭ নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *