পার্লামেন্টারি ফোরামের অনুষ্ঠানে যোগ দিতে নিউইয়র্কে স্পিকার

সিনিয়র রিপোর্টার,

লিগ্যাল ভয়েস ডেস্ক : পার্লামেন্টারি ফোরামের অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

পার্লামেন্টারি ফোরাম এ্যাট দ্য ২০১৯ হাই লেভেল পলিটিক্যাল ফোরাম অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট এন্ড রিলেটেড মিটিংয়ে তিনি ১৫ জুলাই ইউএন কনফারেন্স বিল্ডিংয়ে ‘গ্রোয়িং ইনিকোয়ালিটিস এন্ড ডিসট্রাস্ট ইন গভর্নমেন্ট : ব্রেকিং দ্য সাইকেল’ শীর্ষক সেশনে আলোচক হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগ দিবেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অপর সদস্য হলেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো: জাফর আহমেদ খান।

পার্লামেন্টারি ফোরাম মিটিং এবং সাইড ইভেন্ট ও ওয়ার্কশপসমূহ ১৩ থেকে ১৮ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

স্পিকারকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এ ওয়াই এম গোলাম কিবরিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন । সফরশেষে স্পিকার আগামী ২০ জুলাই দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *