থ্রিডি ফেসআনলক ফিচার সমৃদ্ধ নকিয়া ফোন দেশের বাজারে
আসাদুজ্জামান,
লিগ্যাল ভয়েস ডেস্ক : থ্রিডি ফেসআনলক ফিচার সমৃদ্ধ কম দামি ফোন দেশের বাজারে আনল নকিয়া। মডেল নকিয়া ২.২।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ফোনটি অবমুক্ত করে নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল।
দেশে নকিয়া ২.২ দুইটি ভার্সনে পাওয়া যাবে। একটি ২ জিবি র্যাম ও ১৬ জিবি রমের। এর মূল্য ১০ হাজার ৯৯৯ টাকা। একই মডেলের ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রম ভার্সনের মূল্য ১২ হাজার ৯৯৯ টাকা।
নকিয়া ২.২ ফোনে আছে ৫.৭ ইঞ্চির এইচডি প্লাস সেলফি নচ ডিসপ্লে। এতে ২.০ গিগাহার্জের কোয়াডকোর এমটিকে হেলিও এ২২ চিপসেট ব্যবহৃত হয়েছে।
বিশেষ ফিচার হিসেবে আছে থ্রিডি ফেস আনলক ফিচার। অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম সম্বলিত ফোনটিতে ব্যাকআপের জন্য ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের রিমুভেবল ব্যাটারি দেয়া হয়েছে।
ছবির জন্য আছে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে ডুয়েল ফ্ল্যাশ ব্যবহৃত হয়েছে।
ফোনটিতে বিশেষ ফিচার হিসেবে আছে ফিজিক্যাল গুগল প্লে অ্যাসিসট্যান্ট। এই বাটনের সহায়তায় গুগলের অ্যাসিসট্যান্ট ব্যবহার আরো সহজ হবে। এছাড়াও এতে রয়েছে গুগল লেন্স।
স্মার্টফোন দুইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এইচএমডি গ্লোবাল বাংলাদেশের হেড অব বিজনেস ফারহান রশিদ বলেন, ‘ফোন দুইটিতে দুই বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট এবং তিন বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট সেবা পাওয়া যাবে।