মাথায় আঘাত পাওয়ার খেলোয়াড়ের বদলি নেয়া যাবে
স্পোর্টস ডেস্ক,
লিগ্যাল ভয়েস : মাথায় আঘাত পাওয়ার পর কোনো ক্রিকেটার খেলতে না পারলে তার বদলি খেলোয়াড় নেওয়া যাবে। ঘরোয়া ক্রিকেটে দুই বছর ধরে পরীক্ষা-নিরীক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়মের অনুমোদন দিয়েছে আইসিসি।
আগামী ১ অগাস্ট আইসিসির প্লেয়িং কন্ডিশনে এই ধারা যুক্ত হবে। সেদিন থেকে পুরুষ ও মহিলাদের সব আন্তর্জাতিক ম্যাচ এবং বিশ্বব্যাপী প্রথম শ্রেণির ক্রিকেটে চালু হবে ‘কনকাশন রিপ্লেসমেন্ট’ এর এই নিয়ম।
এক বিবৃতিতে আইসিসি জানায়, বিকল্প খেলোয়াড় নেওয়ার সিদ্ধান্ত নেবে দলের চিকিৎসক। বদলি ক্রিকেটার অবশ্যই একই ধরনের হতে হবে এবং তাতে ম্যাচ রেফারির অনুমোদন থাকতে হবে।
ক্রিকেট কমিটির সুপারিশ অনুযায়ী মন্থর ওভার রেটের শাস্তিতে পরিবর্তন এনেছে আইসিসি।
টানা অথবা গুরুতর মন্থর ওভার রেটের কারণে অধিনায়ক আর নিষিদ্ধ হবেন না। আগে অধিনায়কের অর্ধেক জরিমানা হতো ক্রিকেটারদের। এতে পরিবর্তন এনে তাদের জরিমানাও অধিনায়কের সমান করে দিয়েছে আইসিসি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে নির্ধারিত সময়ের পর করা প্রতিটি ওভারের জন্য দুটি করে কম্পিটিশন পয়েন্ট হারাতে হবে।