বাস চাপায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের মাসিক কিস্তির টাকা দেয়া শুরু গ্রিনলাইন পরিবহনের
সুপ্রিমকোর্ট প্রতিনিধি,
লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে মাসিক পাঁচ লাখ কিস্তির টাকার চেক দিয়েছে গ্রিনলাইন কর্তৃপক্ষ।
আদালতে আজ সোমবার গ্রিনলাইনের পক্ষে ছিলেন আইনজীবী পলাশ চন্দ্র রায় ও বাংলাদেশে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষে ছিলেন আইনজীবী রাফিউল ইসলাম রাফি। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জহির উদ্দিন ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ (বাশার)।
আজ হাইকোর্টে গ্রিন লাইনের আইনজীবী রাসেলের হাতে ওই চেক তুলে দেয়। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আজ এ বিষয়ে শুনানি হয়। শুনানিকালে আদালত বলেছেন, মাসিক কিস্তির অর্থ পরিশোধের আদেশ বহাল থাকবে। টাকা পরিশোধ করে যাবেন। আগামী ১৭ অক্টোবর আদালত পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রেখেছে।