ডাকটিকিট সংগ্রহে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে হবে : মোস্তফা জব্বার
লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডাকটিকিট একটি জাতির ইতিহাস ও ঐতিহ্যের কথা বলে।নতুন প্রজন্মকে তাই ডাকটিকিট সংগ্রহে উৎসাহিত করতে হবে।
আজ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় ‘ডাক টিকিট দিবস’ উপলক্ষে স্মারক ডাক টিকেট অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
‘জ্ঞানার্জনের জন্য ডাকটিকিটে যে তথ্য পাওয়া যায় তা গুগলেও পাওয়া দুষ্কর এ কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালের ২৯ জুলাই ভারতীয় নাগরিক বিমান মল্লিকের ডিজাইন করা আটটি ডাকটিকিট মুজিব নগর সরকার, কলকাতায় বাংলাদেশ মিশন ও লন্ডন থেকে প্রকাশিত হয়। তা বহির্বিশ্বে স্বাধীন বাংলার অস্তিত্ব প্রকাশ করেছে।
মন্ত্রী বলেন, প্রকাশিত আটটি ডাক টিকিট ইতিহাসের অংশ। স্বাধীনতার এ গুরুত্বপূর্ণ অংশটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং এই ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করাতে হবে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস বিটিআরসি চেয়ারম্যান মো. জহিরুল হক, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র, টেলিটক ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাবুদ্দিন এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর অধীনস্থ বিভিন্ন সংস্থার উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে প্রকাশিত ১০টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের ডাটা কার্ড অবমুক্ত করা হয়।
আজ থেকে ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে এসব ডাকটিকেট। পরবর্তী সময়ে অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘর থেকে এ স্মারক ডাকটিকিট বিক্রি করা হবে।


 
							 
							