ডেঙ্গু রোগী সামাল দিতে, ৩টি সরকারি হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু রোগী বেড়ে গেলে যাতে সামাল দেওয়া যায়, সেজন্য ঢাকায় তিনটি সরকারি হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে। প্যাথলজি পরীক্ষার কিট ও রিএজেন্ট আমদানি করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) ডেঙ্গু বিষয়ক এক সেমিনারে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
আসন্ন ঈদে ঘরে ফেরার মানুষের সাথে ডেঙ্গু আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা করে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলাতেই রোগী পাওয়া যাচ্ছে। ঈদের সময় ছড়িয়ে যাবার আশঙ্কা আরেকটু বেশি। এজন্য আমাদের আগে থেকেই প্ল্যান প্রোগাম নিতে হবে।
ইতোমধ্যেই স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কেউ চিকিৎসা পায়নি বা চিকিৎসা না পেয়ে ফিরে গেছে; এমন কেউ বলতে পারবে না।