বানভাসি মানুষের জন্য চাল ও আর্থিক সহায়তা দেয়া হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার,
সাভার, লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন জেলায় বানভাসি মানুষের জন্য ভিজিএফ প্রকল্পের আওতায় চাল ও স্থানীয় সাংসদের সুপারিশে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
তিনি আজ দুপুরে সাভারের আশুলিয়ায় পুলিশে কনস্টেবল পদে নতুন নিয়োগ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সাভার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।
প্রতিমন্ত্রী বলেন, আগাম বন্যায় দেশের ২৮টি জেলা কবলিত হয়েছে সেখানে আগাম ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। পাশাপাশি প্রায় জেলায় পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানের সাভার উপজেলা থেকে নিয়োগপ্রাপ্ত ২৯ জন নারী সদস্যসহ ৩০৯ জনকে সংবর্ধনা দেয়া হয়।