২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি
আন্তর্জাতিক ডেস্ক,
লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
ভারতের রাজধানী দিল্লির বাসিন্দারা এখন থেকে দুইশ’ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। ২০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য তাদের মোট বিলের অর্ধেক পরিশোধ করতে হবে। বাকি অর্ধেক রাজ্য সরকার ভতুর্কি দিয়ে পূরণ করবে বলে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে ।
এ ব্যাপারে কেজরিওয়াল বলেন, ১ আগস্ট থেকে দেশের সবচেয়ে সস্তা বিদ্যুৎ মিলছে দিল্লিতে। ঐতিহাসিক এ সিদ্ধান্তে ‘আম আদমি’ (সাধারণ জনগণ) উপকৃত হবে। ‘ফ্রি লাইফলাইন ইলেক্ট্রিসিটি’ কার্যক্রমের আওতায় প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের কোনো বিল দিতে হবে না।
মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্যমতে, এ পদক্ষেপের ফলে গরমকালে দিল্লির ৩৩ শতাংশ মানুষ বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। আর শীতকালে এ সংখ্যা দাঁড়াবে প্রায় ৭০ শতাংশ।
অরবিন্দ কেজরিওয়ালের এ পদক্ষেপকে নির্বাচনী পরিকল্পনা বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন দল বিজেপি।