বেসরকারি বিশ্ববিদ্যালয়েঅর্ধেকের বেশি আসন ফাঁকা থাকে!

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

দেশে প্রতি বছরই অনুমোদন পাচ্ছে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়। প্রোগ্রাম বাড়াচ্ছে পুরনোগুলোও। শিক্ষার্থী পেতে প্রতি শিক্ষাবর্ষে কয়েক দফায় পরিচালিত হচ্ছে ভর্তি কার্যক্রম। তবু আসন অনুপাতে শিক্ষার্থী পাচ্ছে না বেসরকারি খাতে গড়ে ওঠা এসব উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তথ্য বলছে, প্রতি বছরই অর্ধেকের বেশি আসন ফাঁকা থাকছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয়।

ইউজিসির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ৫৭ শতাংশ আসনই ফাঁকা ছিল। একই অবস্থা ছিল পূর্ববর্তী বছরগুলোয়ও।

দেশের অন্যতম পুরনো বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। ২০১৭ সালে প্রতিষ্ঠানটির ৬০ শতাংশ আসনই ফাঁকা ছিল। ওই বছর ৫ হাজার ২৫০ আসনের বিপরীতে মাত্র ২ হাজার ৬৯ শিক্ষার্থী পায় আইইউবিএটি।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। ২০১৭ সালে ৬ হাজার ১২০টি আসনের বিপরীতে মাত্র ৩ হাজার ৭৬৭ জন শিক্ষার্থী ভর্তি হন সেখানে। অর্থাৎ প্রথম দিককার এ বেসরকারি বিশ্ববিদ্যালয়টিরও ৩৮ শতাংশ আসন খালি ছিল ওই বছর।

কেবল এই দুটি নয়, হাতে গোনা কয়েকটি বাদে সবক’টি বেসরকারি বিশ্ববিদ্যালয়েই একই অবস্থা বিরাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আসন অনুপাতে শিক্ষার্থী না পাওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে প্রধান কয়েকটি কারণ হচ্ছে অবকাঠামো সংকট, দক্ষ শিক্ষকের অভাব ও মানহীন শিক্ষা।

ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন এ বিষয়ে বলেন, দেশের ১০-১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলো খুবই ভালো করছে। এসব বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়েও ভালো। তবে শতাধিক বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগই চলছে উল্টো পথে। তাদের অবকাঠামো খুবই নিম্নমানের। শিক্ষক তো নেই বললেই চলে। এই যখন অবস্থা, তখন শিক্ষার্থী না পাওয়াটাই স্বাভাবিক। শিক্ষার্থীরা এমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়, যেখান থেকে বের হওয়ার পর ভালো কর্মসংস্থান হবে। মানহীন বিশ্ববিদ্যালয়ের মানহীন ডিগ্রি নিয়ে চাকরির বাজারে মূল্যায়িত না হওয়ার ভয়েই তারা এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে না। তাই আমি বলব, গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে না পারায় আসন অনুপাতে শিক্ষার্থী পাচ্ছে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।

ইউজিসির সর্বশেষ প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল ৯৫টি। এর মধ্যে পাঁচটি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনার বাইরে ছিল। এগুলো হলো সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, রবীন্দ্র সৃজনকলা, রূপায়ণ একেএম শামসুজ্জোহা, আনোয়ার খান মডার্ন ও কুইন্স ইউনিভার্সিটি। আর চালু ৯০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছয়টি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা ইউজিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এই ছয়টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে নর্থ সাউথ, সাউথইস্ট, সিটি, প্রাইম, সাউদার্ন, এক্সিম ব্যাংক কৃষি ও জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ। তাই বাকি ৮৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসন ও ভর্তিকৃত শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় নিয়ে হিসাব করা হয়েছে প্রতিবেদনে।

ওই প্রতিবেদনে দেয়া তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ৮৪টি বিশ্ববিদ্যালয়ে সর্বমোট শিক্ষার্থী সংখ্যা ছিল ২ লাখ ৩৭ হাজার ১৬৬। আর এসব বিশ্ববিদ্যালয় ওই বছর সব মিলিয়ে শিক্ষার্থী পেয়েছে ১ লাখ ১ হাজার ৮৭৫ জন। সে হিসাবে ২০১৭ সালে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অর্ধেকের বেশি আসনই খালি ছিল।

শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সবচেয়ে শোচনীয় অবস্থানে রয়েছে জেলা পর্যায়ে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়গুলো। কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১৭ সালে ১ হাজার ২১০ আসনের বিপরীতে শিক্ষার্থী পায় মাত্র ৪৩ জন। নাটোরে প্রতিষ্ঠিত রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ২ হাজার ২৬৫টি আসনের বিপরীতে পায় ১৫৩ জন শিক্ষার্থী। চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ১ হাজার ৭৬৫টি আসনের বিপরীতে পেয়েছে ৪৭২ জন শিক্ষার্থী। মুন্সীগঞ্জে প্রতিষ্ঠিত হামদর্দ বিশ্ববিদ্যালয় ১ হাজার ৭৬০টি আসনের বিপরীতে পেয়েছে মাত্র ৩২৮ জন শিক্ষার্থী।

আসন অনুপাতে শিক্ষার্থী না পাওয়ার বিষয়ে কথা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে। তাদের বেশির ভাগই বলছেন, প্রয়োজনের তুলনায় অনেক বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন পাওয়ায় কাঙ্ক্ষিত শিক্ষার্থী পাচ্ছে না কেউই। এছাড়া পর্যাপ্ত সংখ্যক মানসম্মত প্রতিষ্ঠান গড়ে না ওঠায় অনেক শিক্ষার্থীই উচ্চশিক্ষা গ্রহণে বিদেশে পাড়ি জমাচ্ছে।

ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত কয়েক বছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দ্বিগুণ হয়েছে। আসন অনুপাতে শিক্ষার্থী না পাওয়ার ক্ষেত্রে এটি বড় কারণ। এছাড়া একটি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের যে কাঠামো ও জনবল দরকার, সত্যিকার অর্থে দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়েরই তা নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি বড় সুবিধা হচ্ছে, এখানে সেশনজট নেই। যদি ভালো অবকাঠামো ও যোগ্য শিক্ষক নিশ্চিত করা যেত, তাহলে শিক্ষার্থীরা কলেজে স্নাতক না করে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতো।

বেশির ভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ই গড়ে উঠছে রাজনীতিক কিংবা ব্যবসায়ীদের হাত ধরে। শিক্ষানুরাগী কিংবা শিক্ষাবিদদের অনুপস্থিতিতে অনেকটা অপরিকল্পিত ও অপ্রস্তুত অবস্থায় শিক্ষা কার্যক্রম শুরু করছে বিশ্ববিদ্যালয়গুলো।

মৌলিক অবকাঠামো গড়ে না তুলে ভাড়া ভবনে কয়েকটি কক্ষ ও হাতে গোনা কয়েকজন শিক্ষক নিয়েই শুরু করা হচ্ছে কার্যক্রম। এমনকি কার্যক্রম শুরুর পরও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও অন্যান্য সুযোগ-সুবিধার কলেবর বাড়ানো হয় না। এসব কারণে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পারছে না বলে মনে করেন ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *