ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছাড়া সারাদেশে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে : ওবায়দুল কাদের
স্টাফ রিপোর্টার,
লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছাড়া সারাদেশে ঈদযাত্রা সম্পূর্ণ স্বস্তিদায়ক হয়েছে। একটি পয়েন্টে ঈদযাত্রায় ঘর ফেরত যাত্রীদের ভোগান্তি হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘœ করতে রোববার রাজধানীর সায়েদাবাদে সড়ক ও জনপথ মোড়ে আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘শুধু টাঙ্গাইল রুটে যানজট আছে স্বীকার করি। কিন্তু এটা সারা দেশের চিত্র নয়। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রুটে যানজটের দুর্ভোগ নেই। শুধু মাত্র একটি রুট ঢাকা-টাঙ্গাইল রুটে যানজট আছে। এজন্য আমি আন্তকরিকভাবে দু:খিত।’
অতিরিক্ত ভাড়া নেয়ার কারণে ১২টি গাড়ীর জরিমানা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কোন যানবাহনের অনিয়মের খবর পেলেই ডিজিলেন্স টিম ব্যবস্থা নিচ্ছে ৷ টাঙ্গাইল রুটে ফোর লেনের সড়ক দিয়ে গাড়ী যখন টু লেনে ঢুকছে তখন যানজট হচ্ছে। এছাড়া ভুল রুট দিয়ে গাড়ী ঢুকে পড়ায় যানজটে এই দুর্ভোগ হচ্ছে।