গোলাম রব্বানী,
লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, শত প্রতিকূলতার মধ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে।
তিনি আরও বলেছেন, মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই তারা আমাদের প্রতি বিশ্বাস রেখেছে, আমাদের ভোট দিয়েছে। মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখবে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের মানুষ যেন বিশ্বের দরবারে মর্যাদা নিয়ে দাড়াতে পারে, কেউ যেন খাটো করে না দেখে।
এসময় তিনি শুধু বাংলাদেশের মুসলিম না সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি ঈদের শুভেচ্ছা জানান।
এছাড়া এবারে বাংলাদেশ থেকে যারা পবিত্র হজ পালন করতে গেছেন তারা যেন সুস্থভাবে দেশে ফিরে আসেন সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব ঈদুল আজহা।