ঘুষ দেয়া-নেয়া সমান অপরাধ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিনিয়র রিপোর্টার,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : যে ঘুষ দেবে আর যে ঘুষ নেবে উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৮ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তাদের সাথে ঈদুল আযহা পরবর্তী শুভেচ্ছা বিনিয়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘মানুষের আয় বেড়েছে, কর্মসংস্থান বেড়েছে। সে জন্যই এ বিষয়টা মাথায় রেখে এগিয়ে যেতে হবে। যেখানে আমরা আজ এগিয়ে গেছি, প্রবৃদ্ধি অর্জন ও দারিদ্র্য বিমোচন করে। দারিদ্র্যতার হার আমরা ২১ ভাগে নামিয়ে এনেছি যা আমরা আরও কমাতে চাই।

আমার একটা লক্ষ্য আছে, যে দেশ শুধু আমাদের স্বাধীনতার বিরোধিতাই করেনি, বলেছিল বাংলাদেশ স্বাধীন হয়ে একটা বটমলেস বাস্কেট হবে। সে দেশ থেকে আমাদের দারিদ্র্যতার হার ১ শতাংশ হলেও কমাতে হবে। তারা আমাদের চেয়ে উন্নত দেশ হতে পারে, তবে আমরা যে পারি সেটা আমাদের প্রমাণ করতে হবে।’

বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ড তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া, বিভিন্ন উন্নয়ন প্রকল্প সময়মতো শেষ করার জন্যও তদারকির তাগিদ দেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সচিবসহ তার কার্যালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *