কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে শোক দিবস পালন
রিপা আহমেদ,
লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উদ্যোগে রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘আত্মজীবনী’র বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর স্কুল অব বিজনেসের ভার্চুয়াল ডিন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর এমিরেটাস ড. আতিউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজ প্রধান উপদেষ্টা প্রফেসর এম. এ. আরাফাত। অনুষ্ঠানে শেখ মোজাফফর হোসেনের স্বাগত বক্তব্য রাখেন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের এ্যাডভাইজার এবং ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর অধ্যাপক ড. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও ছিলেন- কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর মো. লাতিফুল খাবির, বিজনেস স্কুলের প্রধান ও এ্যাসোসিয়েট প্রফেসর এস. এম. আরিফুজ্জামান, আন্তজার্তিক সম্পর্ক ও এমবিএ/ইএমবিএ প্রোগ্রামের পরিচালক ড. মামুন আল বশির, সিইউবির সায়েন্স অ্যন্ড ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন ও ইইই বিভাগের প্রধান ড. শাহরুখ আদনান খান, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রধান ড. নুরুল ইসলাম বাবুল এবং ছাত্রছাত্রীবৃন্দ।