ডাক্তারদের আচরণে ক্ষোভ-বিরক্তি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
সিনিয়র রিপোর্টার,
লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : জেলা বা উপজেলা পর্যায়ের হাসপাতালে যেতে না চাওয়ায় চিকিৎসকদের প্রতি আবারও ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৭ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজ ও ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন প্রকল্প প্রসঙ্গে আলোচনাকালে প্রধানমন্ত্রী এ অভিব্যক্তি প্রকাশ করেন। একনেক সভা শেষে এসব তথ্য সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন, ডাক্তাররা যেখানে চাকরি করেন, সেখানে প্রাইভেট প্র্যাকটিস করলে তবুও হয়তো কিছুটা ভালো হতো। যখন চাকরি করেন এক জায়গায়, প্রাইভেট প্র্যাকটিস করেন আরেক জায়গায় বা পার্টটাইম পড়ান আরেক জায়গায়, তখন তারা হাসপাতালে থাকতে পারেন না।
প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ডাক্তার আমরা দিই, কিন্তু ডাক্তার যেতে চান না। এজন্য প্রধানমন্ত্রী বলেছেন, এটা তো আমাদের চেষ্টা করতে হবে মিটমাট করার জন্য। তিনি (প্রধানমন্ত্রী) মনে করেন, ডাক্তাররা যেখানে চাকরি করেন, সেখানে প্রাইভেট প্র্যাক্টিস করলে তবুও হয়তো কিছুটা ভালো হতো।
পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান, সভায় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন যে, আগুন লাগলে দমকল বাহিনী পানি পায় না। এর জন্য হলেও ‘ড্রেন ওয়াটার’ সংরক্ষণের ব্যবস্থা করেন, কাজে লাগবে। বাড়ির আশপাশের খাল-বিল, পুকুর থাকে, সেগুলো পরিষ্কার করে তাতে পানি সংরক্ষণ করুন, এটা খুব বেশি দরকার।