জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটে খন্দকার মোশাররফসহ আট সাংসদ

রাকিবুজ্জামান,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে আটজন সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ছাড়াও এ কমিটিতে আছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মহিলা আসনের সংসদ সদস্য বেগম আরমা দত্ত, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার, খুলনা-৫ আসনের নারায়ণ চন্দ্র চন্দ, পটুয়াখালী-২ আসনের আ স ম ফিরোজ, লালমনিরহাট-১ আসনের মোতাহার হোসেন এবং জামালপুর-১ আসনের আবুল কালাম আজাদ।

জাতীয় বিশ্ববিদ্যালয় আইন-১৯৯২ এর ২০ (১) (চ) ধারা অনুযায়ী সংসদ সদস্যদের সিনেট সদস্য করা হয়েছে।

গত ৭ আগস্ট জাতীয় সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, স্পিকার আটজন সংসদ সদস্যকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *