সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তি কে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : আইনমন্ত্রী

শাহ নেওয়াজ/লিগাল ভয়েস টোয়েন্টিফোর,

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বর্তমান সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) -কে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

আইনমন্ত্রী আরো বলেন, সালিশ আইন ২০০১ ছাড়াও, গত কয়েক বছরে অন্যান্য কিছু আইনও এডিআর এর বিধানগুলিকে অন্তর্ভুক্ত করেছে।উদাহরণস্বরূপ, অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ সংশোধন করে উপযুক্ত আদালতে শুনানি হওয়ার আগে ২০১০ সালে মধ্যস্থতা বাধ্যতামূলক করা হয়েছে। দেওয়ানী কার্যবিধি ১৯০৮, এ মধ্যস্থতা প্রবর্তন করে এবং আদালতে শুনানির আগে তা বাধ্যতামূলক করা হয়েছে।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে “টেকসই আর্থিক খাতের আর্থিক বিরোধ নিষ্পত্তির কার্যকর এডিআর প্রক্রিয়া” শীর্ষক বিয়াকের ৮ম বার্ষিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ আন্তর্জাতিক সালিশ কেন্দ্রের (বিয়াক) চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে এই সেমিনারে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, থাইল্যান্ড আরবিট্রেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক প্যাসিত আসওয়াওয়াত্তানাপর্ন, ওয়ার্ল্ড ব্যাংকের প্র‍্যাক্টিস ম্যানেজার পারমিতা দাশগুপ্ত, লন্ডন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক সাইমন আসকি, আইএফআইসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম শাহ আলম সরোয়ার এবং সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন প্রমুখ।

বানিজ্য মন্ত্রী টিপু মুনশী বিশেষ অতিথির বক্তব্যে নিজের এক অভিজ্ঞতা বর্ণনা করেন এবং তিনি নিজেও মামলা না করে বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় সুফল লাভ করেন বলে জানান।

আইএফআইসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম শাহ আলম সরোয়ার বলেন, গুটিকয়েক লোক মামলা করে দিনক্ষণ পেছানোর মাধ্যমে দীর্ঘসূত্রিতা তৈরী করে ফায়দা হাসিল করে।

সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, অধস্তন আদালতে অনিষ্পন্ন মামলার সংখ্যা সাড়ে পয়ত্রিশ লাখের উপরে।মামলার দীর্ঘসূত্রিতা থেকে রেহাই পেতে এবং আদালত কক্ষের বাইরে এডিআরের মাধ্যমে বিরোধ ফয়সালা করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানান।

বাংলাদেশ আন্তর্জাতিক সালিশ কেন্দ্রের (বিয়াক) চেয়ারম্যান মাহবুবুর রহমান আইনমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে বিকল্প বিরোধ নিষ্পত্তি মামলা করার পূর্বে বাধ্যতামূলক করতে আহবান জানান।

ওয়ার্ল্ড ব্যাংকের প্র‍্যাকটিস ম্যানেজার পারমিতা দাশগুপ্ত মনে করেন বাংলাদেশে খারাপ ঋণের জোয়ার কমাতে এবং ব্যাংকিং সেক্টরকে ধসের কবল থেকে বাচাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির(এডিআর) অন্য কোন বিকল্ল নেই।

বাণিজ্য বিষয়ক বিরোধ নিষ্পত্তির অভাবে বৈশ্বিক বাণিজ্যে প্রায় ৭০০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়। শুধু বাংলাদেশেই এ ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *