রংপুর ৩ আসনের নির্বাচন ৫ অক্টোবর
সাইদ মো. রবিন/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর ৩ আসনের উপনির্বাচন আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
আজ রবিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এ এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, তিনি জানান এ নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবার শেষ সময় আগামী ৯ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাই ১১ সেপ্টেম্বর, প্রত্যাহার১৬ সেপ্টেম্বর, তিনি জানান পুরো নির্বাচন ইভিএম এ অনুষ্ঠত হবে, তিনি জানান গত ১৪ জুলাই এ আসনটি শুন্য ঘোষনা করে প্রজ্ঞাপণ জারি করে,ইসি, সংবিধান অনুযায়ি আগামী ১১ অক্টোবর এর মধ্যে এ আসনে নির্বাচন করার বাধ্যবাধকতা ছিল,
এ আসনের মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার, ৭২ জন, এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩১০, নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৭৬২ জন, এ নির্বাচনে রংপুর আঞ্চলিক কমর্কর্তা রির্টার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।