জেনেভায় মুখোমুখি ভারত-পাক, আলোচনার কেন্দ্রে কাশ্মীর
আন্তর্জাতিক ডেস্ক /লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
জেনেভায় মুখোমুখি হতে চলেছে দুই প্রতিপক্ষ দেশ। রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের (UNGRC) বৈঠকে জম্মু-কাশ্মীর নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত-পাকিস্তানের। প্রসঙ্গত, আন্তর্জাতিক স্তরে নয়া দিল্লির উপর চাপ সৃষ্টি করা হচ্ছে জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা শিথিল করার।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সোমবারই রওনা দিয়েছেন সুইজারল্যান্ডের উদ্দেশে। ৪২তম UNHRC-র বৈঠকে তিনিই পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন। যাওয়ার আগে অবশ্য টুইটে জানিয়েছেন, পাকিস্তানের উপর যে অভিযোগ রয়েছে কাশ্মীরে আতঙ্ক ছড়ানোর, সে বিষয়ে স্পষ্ট মতামত রাখবেন তিনি এই বৈঠকে। মঙ্গলবার জেনেভার স্থানীয় সময়ে দুপুর ১২টা নাগাদ জম্মু-কাশ্মীর বিষয়ে নিজের বক্তব্য পেশ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রণালয় সচিব এবং ইসলামাবাদে ভারতের হাই কমিশনার অজয় বিসারিয়া। পাকিস্তানের বক্তব্য রাখার কয়েক ঘণ্টা পর আসরে নামবে ভারত।
সরকারি সূত্রের খবর, এই বৈঠকে ভারতের তরফে কোনও মন্ত্রীকে পাঠানো হয়নি কারণ আন্তর্জাতিক স্তরে অকারণে কাশ্মীর নিয়ে ইস্যু তৈরি করার যে চেষ্টা পাকিস্তান করছে, তাতে বিশেষ আমল দিতে নারাজ কেন্দ্রীয় সরকার।


 
							 
							