সৌদির ২ তেল স্থাপনায় ড্রোন হামলা, ভয়াবহ আগুন
আন্তর্জাতিক ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
সৌদি আরবের ইস্টার্ন প্রদেশে আরামকো কোম্পানি’র একটি তেল স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। দুবাই ভিত্তিক আল-আরাবিয়া টিভি চ্যানেল এ খবর দিয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিও-তে আরামকোর তেল স্থাপনা থেকে ধোঁয়ার কুণ্ডুলি উড়তে দেখা যাচ্ছে এবং একটি ভিডিওতে গুলির শব্দও শোনা গেছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, ইস্টার্ন প্রদেশের দাম্মামের অদূরে বাকিয়াক এলাকায় তেল স্থাপনাটি অবস্থিত। তবে এখন পর্যন্ত সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি চ্যানেল থেকে এ সংক্রান্ত কোনো খবর সম্প্রচার করা হয় নি।
আরব আমিরাতের আল-আরাবিয়া টিভি চ্যানেল অগ্নিকাণ্ডের খবর জানিয়ে বলেছে, স্থানীয় সংবাদদাতার মাধ্যমে তারা এ বিষয়ে নিশ্চিত হতে পেরেছে, তারা জানতে পেরেছে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।