ভিসিকে প্রত্যাহারের সুপারিশ ইউজিসির
রানা চৌধুরী /লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যের (ভিসি) ড. খোন্দকার নাসিরউদ্দিনকে প্রত্যাহারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটি। তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো ইউজিসির তদন্ত প্রতিবেদনে ভিসিকে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বলে ইউজিসির দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
ভিসির বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি রবিবার প্রতিবেদনটি ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মো. কাজী শহীদুল্লাহর কাছে জমা দেয়। পরে সেটি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে বলে জানান ইউজিসি চেয়ারম্যান।
প্রফেসর ড. মো. কাজী শহীদুল্লাহ বলেন, ‘আমরা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে খুব দ্রুত তদন্ত কাজ শেষ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়ে দিয়েছি।’ প্রতিবেদনে কী সুপারিশ এসেছে সে বিষয়ে বিস্তারিত বলেননি তিনি।
তদন্ত কমিটি গঠন করে মাত্র সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন ইউজিসি চেয়ারম্যান।
শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন সিলেটে থাকায় প্রতিবেদনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় হতে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয়টির ভিসি নাসিরউদ্দিনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও নৈতিক স্খলন বিষয় খতিয়ে দেখতে গত ২৩ সেপ্টেম্বর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশে তদন্ত কমিটি গঠন করে ইউসিজি। কমিটিকে ছাত্র আন্দোলনের প্রকৃত ঘটনা এবং বর্তমান অবস্থা সম্পর্কে সামগ্রিক তথ্যাদি সংগ্রহ করে প্রতিবেদন দাখিলের অনুরাধ করা হয়।
ইউজিসি সদস্য ড. মুহাম্মদ আলমগীরকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে গিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি নাসিরউদ্দিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের বক্তব্য গ্রহণ করেন।