সাকিবের বিষয়ে জানতে আজই আইসিসিকে চিঠি: ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল
স্পোর্টস ডেস্ক /লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
বাংলাদেশ ক্রিকেট দলের টি-টুয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করার অভিযোগ ও শাস্তির যে খবর শোনা যাচ্ছে, সে বিষয়ে সে বিষয়ে জানতে আজকেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘সাকিবের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ কিংবা শাস্তির ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কিছুই জানায়নি আইসিসি। সাকিবের বিষয়টি আগে আমরা জানার চেষ্টা করব। তবে আইসিসি যে সিদ্ধান্তই নিক, আমরা সাকিবের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করব। এ বিষয়ে আমি ক্রিকেট বোর্ডের সঙ্গেও কথা বলেছি। পাশাপাশি আমি অনেক লোকদের সঙ্গেও কথা বলেছি।’
তিনি আরও বলেন, ‘সাকিব হয়তো বিষয়টি হালকাভাবে নিয়েছে। হয়তো ভেবেছে কিছু হবে না। এটা যে এতদূর এগিয়েছে, কেউ তা বুঝতে পারেনি।’
মঙ্গলবার ভারত সফরে বাংলাদেশ দল ঘোষণার কথা থাকলেও এখনও সাকিবের দলে থাকা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি।
এমন সময় আজ হঠাৎ করেই দেশের কিছু গণমাধ্যম সাকিবকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয়, দুই বছর আগে জুয়ারিদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পান সাকিব আল হাসান। সেই প্রস্তাবে রাজি না হলেও তা বোর্ড কিংবা আইসিসিকে জানাননি সাকিব, যা আইসিসির নীতিমালা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধে একজন ক্রিকেটারকে সর্বনিম্ন ছয় মাস আর সর্বোচ্চ পাঁচ বছরের নিষেধাজ্ঞা দিতে পারবে আইসিসি।