বাংলাদেশের ঐতিহাসিক জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ওসমান গণি /লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে হাজারতম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ঐতিহাসিক জয় পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ১৪৮ রান তোলে রোহিত শর্মার ভারত। জবাবে মুশফিকুর রহিমের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ। টি টোয়েন্টিতে নয়বারের দেখায় প্রথমবার জয় পেল টাইগাররা। সেই সাথে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে লিড নিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। সিরিজের পরবর্তী ম্যাচ ৭ নভেম্বর।
দলের পক্ষে মুশফিকুর রহিম ৪৩ বলে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬০ রান করে অপরাজিত থাকেন। ৭ বলে ১৫ করে অপরাজিত থাকেন রিয়াদ। ৩৯ করেন সৌম্য। ভারতীয় বোলারদের মধ্যে খলিল আহমেদ ১টি, দীপক চাহার ১টি ও চাহাল ১টি করে উইকেট নেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে ১১ রান দিয়ে ১টি উইকেট নেন আফিফ হোসেন। ২২ রান দিয়ে ২ উইকেট নেন আমিনুল ইসলাম শফিউল ইসলামও নেন ২টি করে উইকেট।