শাহজালাল বিমানবন্দরে ৮০০ গ্রাম স্বর্ণ ও ৫৫ কেজি রুপাসহ যাত্রী আটক
স্টাফ রিপোর্টার /লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০০ গ্রাম স্বর্ণ ও ৫৫ কেজি রুপাসহ ইতালি ফেরত এক যাত্রীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আটক নজরুল ইসলাম (৩৬) সাভারের শ্যামলাপুরের শামলাশি বাহেরচরের তাজুল ইসলামের ছেলে।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন জানান, বুধবার (৬ নভেম্বর) সকাল ৬টার দিকে টার্কিশ এয়ারযোগে ইতালি থেকে ঢাকায় আসেন নজরুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টায় বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার বহিরাঙ্গন থেকে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ। পরে তার ব্যাগ তল্লাশি করে ৮০০ গ্রাম ওজনের ৬টি সোনার চাকতি ও ৫৫ কেজি রুপা পাওয়া যায়। আটক স্বর্ণ ও রুপার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
তিনি আরো জানান, নজরুল ইসলামের ইতালি প্রবাসী ভাই সালমান মুকুল এই চালানের বিনিয়োগকারী। ইতোপূর্বে কাস্টম প্রিভেন্টিভ টিম তার কাছ থেকে ১৩০০ গ্রাম স্বর্ণ আটক করে বলে সে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ মতা আইনে মামলা করা হয়েছে।