নিজেকেই জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক /লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে। সেখানকার জেলা প্রশাসক অজয়শঙ্কর পাণ্ডে নিজেকেসহ তার অফিসের ১৩০ জন কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
ঘটনার বিবরণ অনুসারে, গত মঙ্গলবার কালেক্টরেট বিল্ডিংয়ে নিজের অফিসে এসে গাজিয়াবাদের জেলা প্রশাসক দেখেন, অফিসের ট্যাঙ্ক ছাপিয়ে জল পড়ছে। জলের এই অপচয় দেখে তিনি অফিসের সবাইকে সতর্ক করেন। কড়া ভাষায় জানিয়ে দেন, এভাবে জলের অপচয় মেনে নেয়া যাবে না। ভবিষ্যতের জন্য জল সংরক্ষণ করা কতটা জরুরি, তা-ও মনে করিয়ে দেন। এ শিক্ষা কার্যকর করতে জরিমানাও করেন। ঘটনাটির কথা সংবাদমাধ্যমকে জানান জেলা প্রশাসকের ব্যক্তিগত সহকারী গৌরব সিংহ।
জানা গেছে, ১৩০ জন কর্মীর মধ্যে অফিসের ৩০ জন সিনিয়র অফিসার প্রত্যেকে ১০০ টাকা করে দিয়েছেন। বাকি ১০০ জন কর্মীকে দিতে হয়েছে ৭০ টাকা করে। তাদের দেয়া এই জরিমানার টাকা ট্রেজারিতে জমা করা হবে বলেও জানান জেলা প্রশাসকের ব্যক্তিগত সহকারী।