শপথ নিলেন ভারতের নতুন প্রধান বিচারপতি বোবদে

আন্তর্জাতিক ডেস্ক /লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ভারতের ৪৭তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি শারদ অরবিন্দ বোবদে।

সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে শপথ নেন তিনি। ২০২১ সালের এপ্রিল মাস পর্যন্ত এই পদে আসীন থাকবেন বোবদে। খবর এনডিটিভির।

এদিকে সরকারিভাবে এদিনই অবসর নেন দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। বাবরি মসজিদ মামলার বিতর্কিত রায়ের পরই তিনি কার্যত অবসরে চলে যান।

অযোধ্যায় রামমন্দির নির্মাণ থেকে গোপনীয়তার অধিকারসহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় প্রদান প্রক্রিয়ার অংশ ছিলেন ৬৩ বছর বয়সী বিচারপতি বোবদে।

২০১৫ সালে আধার কার্ডসংক্রান্ত মামলায় তিন সদস্যের বেঞ্চে ছিলেন তিনি। যৌন হেনস্তার মামলায় প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে নির্দোষ সার্টিফিকেট দেয়া তিন সদস্যের ইন-হাউস কমিটির প্রধানও ছিলেন তিনি।

এক কথায় বলা যায়, ক্ষমতাসীন দল বিজেপির সবচেয়ে পছন্দের লোক নতুন এই প্রধান বিচারপতি

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *