মামলার জট কমাতে দ্রুত কাজ করার নির্দেশ ভূমি সচিবের
সাইয়্যেদ মো. রবিন/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
(ঢাকা, ২১ নভেম্বর ২০১৯) ভূমি আপীল বোর্ডে পুরনো ও নতুন মামলা মিলে মোট ১৬৬১টি মামলার মধ্যে গতমাসে নিষ্পত্তি হয় ৯৩টি।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে ভূমি সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী এর সভাপতিত্বে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অত্র মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা এসব তথ্য জানান।
মামলার জট কমাতে দ্রুত গতিতে কাজ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন ভূমি সচিব। এছাড়া, ভূমি মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তাবৃন্দকে নিয়মিত মাঠ পর্যায়ের ভূমি অফিস পরিদর্শন কিংবা আকস্মিক পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করার জন্যে নির্দেশ প্রদান করেন ভূমি সচিব।
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং এর আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধান ও তাদের প্রতিনিধিবৃন্দ উক্ত সভায় অংশগ্রহণ করেন।
যেকোনো নাগরিক ‘ভূমি কেইস ম্যানেজমেন্ট সিস্টেম’ – ‘http://137.59.48.75/blabdev/default.aspx’ ওয়েবসাইট থেকে ভূমি আপীল বোর্ডের মামলা সম্পর্কে জানতে পারবেন।