ফায়ার সার্ভিস পেল জার্মানি থেকে আমদানি করা তিনটি ‘জাম্বো কুশন’
স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
জার্মানি থেকে আমদানি করা ‘জাম্বো কুশন’ পেল ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছে তিনটি জাম্বো কুশন হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে অগ্নি দুর্ঘটনায় উদ্ধার কাজে ব্যবহারের জন্য জার্মানি থেকে আমদানি করা জাম্বো কুশনগুলো হস্তান্তর করা হয়।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) অর্থায়নে প্রতিটি ৫০ লাখ টাকা দামের এই জাম্বো কুশনগুলো কেনা হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।
আগুন কিংবা অন্য যে কোনো দুর্যোগের ঘটনায় ভবনে লোকজন আটকা পড়লে তাদের উদ্ধারের জন্য এই কুশন ব্যবহার করা হবে। এসব কুশন মাত্র এক মিনিটের মধ্যে বাতাস দিয়ে ফুলিয়ে ফেলা যাবে। আর ৩৫ মিটার ওপর থেকে এই কুশনের ওপর লাফিয়ে পড়লেও কোনো শারীরিক কোনো ক্ষতি হবে না। এই কুশনগুলি বিদ্যুৎ অপরিবাহী। প্রতিটি কুশনের আয়তন ৫০.৬০ ঘনমিটার আর ওজন ৮০ কেজি।
অগ্নি দুর্ঘটনা মোকাবেলা করতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের যেসব সমস্যার মুখোমুখি হতে হয় সেগুলো অনুষ্ঠানে তুলে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো.শহীদুজ্জামান। তার বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘সারা বিশ্বেই অগ্নি দুর্ঘটনা ঘটলে সে স্থানগুলোকে হলুদ টেপ দিয়ে ঘিরে রাখা হয়। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশেও এ উদ্যোগ নেওয়া যেতে পারে।’
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক মো. সাজ্জাদ হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।