সিডনির নিকটবর্তী বনে দাবানল, জীবন নিয়ে পালাল দমকল বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
সিডনির নিকটবর্তী বনে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে উল্টো নিজেদের জীবন বাঁচাতে পালিয়ে রক্ষা পেয়েছে দমকল বাহিনী। বৃহস্পতিবার একজন অগ্নি নির্বাপক কর্মী বনে ছড়িয়ে পড়া আগুনের ভিডিও ধারণ করেন। ঘটনাকে ‘দুর্যোগের সিনেমা’ বলে অভিহিত করেছে সিএনএন।
অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ শহর নিউ সাউথ ওয়েলস থেকে অল্প দূরত্বে রয়েছে এই দাবানল।
সিডনির সাব ফায়ার স্টেশন ইঙ্গলেউডের এনএসডব্লিউ ৭৯ স্টেশনের অগ্নি নির্বাপক কর্তৃপক্ষ তাদের ফেসবুক পোস্টে আগুনের ভিডিও দিয়ে লেখেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখানে আমাদের কেউ আহত হয়নি। আমাদের কোন গাড়িও ক্ষতিগ্রস্ত হয়নি। এই ভিডিও দেয়া হয়েছে দাবানল সম্পর্কে সবাইতে সচেতন করার জন্য। কেননা আমরা সচেতন না হলে এর পরিণাম ভয়াবহ হতে পারে। আর সবচাইতে বড় শিক্ষা হচ্ছে, আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে সময় থাকতে সেখান থেকে নির্দিষ্ট দূরত্বে চলে আসা উচিত।
সিএনএন জানায়, সিডনির থেকে ৭৫ কিলোমিটার দূরে ওরেঞ্জভ্যালিতে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পালিয়ে আসে দমকল বাহিনী।