সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনদুর্ভোগ কমিয়ে আনা হবে- এলজিআরডি মন্ত্রী

স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ঢাকা, ০৮ ডিসেম্বর ২০১৯: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশের সার্বিক উন্নয়নকে আরো টেকসই করতে উদ্যোক্তাদের জন্য বিনিয়োগের ক্ষেত্র সহজীকরণে কাজ করছে সরকার। ভবন ও স্থাপনা নির্মাণের অনুমতি প্রদান বা সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে কাজ করছে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এক্ষেত্রে জনদুর্ভোগ কমিয়ে আনা হবে।

তিনি আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে “ইজি অব ডুয়িং বিজনেস- ডিলিং ইয়িথ কনস্ট্রাকশন পারমিট” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং সেন্টার ফর আরবান স্টাডিজ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

মন্ত্রী সনাতন মানসিকতার পরিবর্তন ঘটিয়ে দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধবভাবে কাজ করার আহবান জানান।

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ এর সভাপতি হুমায়ুন রশিদ এর সভাপতিত্বে এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থাপত্য পরিকল্পনাবিদ সালমা এ শফি। এসময় অন্যান্যের মধ্যে সেন্টার ফর আরবান স্টাডিজ এর চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

সেমিনারে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ঢাকার দুই সিটি কর্পোরেশনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *