সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনদুর্ভোগ কমিয়ে আনা হবে- এলজিআরডি মন্ত্রী
স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
ঢাকা, ০৮ ডিসেম্বর ২০১৯: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশের সার্বিক উন্নয়নকে আরো টেকসই করতে উদ্যোক্তাদের জন্য বিনিয়োগের ক্ষেত্র সহজীকরণে কাজ করছে সরকার। ভবন ও স্থাপনা নির্মাণের অনুমতি প্রদান বা সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে কাজ করছে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এক্ষেত্রে জনদুর্ভোগ কমিয়ে আনা হবে।
তিনি আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে “ইজি অব ডুয়িং বিজনেস- ডিলিং ইয়িথ কনস্ট্রাকশন পারমিট” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং সেন্টার ফর আরবান স্টাডিজ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
মন্ত্রী সনাতন মানসিকতার পরিবর্তন ঘটিয়ে দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধবভাবে কাজ করার আহবান জানান।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ এর সভাপতি হুমায়ুন রশিদ এর সভাপতিত্বে এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থাপত্য পরিকল্পনাবিদ সালমা এ শফি। এসময় অন্যান্যের মধ্যে সেন্টার ফর আরবান স্টাডিজ এর চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বক্তব্য রাখেন।
সেমিনারে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ঢাকার দুই সিটি কর্পোরেশনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।