দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
সিনিয়র রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
ঢাকা, ১৫ ডিসেম্বর ২০১৯:
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলাধীন ০৭ নং ঘোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লেবু-কে দুর্নীতির দায়ে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারী করা হয়।
মৃত ব্যক্তিদের নামে বয়স্ক ভাতা উত্তোলন করে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং তার অপরাধমূলক কার্যক্রম জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ঘোগা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লেবু-কে তার স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সেই সাথে কেন তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (ঘ) ধারার অপরাধে চূড়ান্তভাবে অপসারণ করা হবেনা তার জবাব পত্র-প্রাপ্তির দশ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক, ময়মনসিংহ এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য বলা হয়েছে।